ইবি ছাত্রলীগ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
প্রকাশ: ২০১৬-০২-২৮ ২০:৪৬:৫৪
বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ১৩৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এ কমিটি ঘোষনা করেন।
বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ১৩৮ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। গত বছরের ২৩ জুন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটির অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয় কমিটি দীর্ঘ সময় পর কমিটি ঘোষণা করেছে।
কমিটিতে সভাপতি পদে সাইফুল ইসলাম, সহ সভাপতি পদে মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক, নাজমুল হক (রানু), আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, জুয়েল রানা হালিম সহ ২০ জন। সাধারণ সম্পাদক পদে অমিত কুমার দাস, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো.শাহিনুর রহমান, মো. শামীম আহমেদ, এস এম রবিউল ইসলামসহ আট জন। সাংগঠনিক সম্পাদক পদে মো. শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদসহ আট জন। এছাড়া প্রচার সম্পাদক পদে ফাহিমুর রহমান সেতু, দপ্তর সম্পাদক সুজন কুমার দে, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ওয়াজিদুর রহমান সিথুন, শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মশিউর রহমান পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মেজবাহ উদ্দীন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. ওসমান গণি, ছাত্রী বিষয়ক সম্পাদক তিথি আহমেদ ,অর্থ বিষয়ক সম্পাদক হাসান ইমাম, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক সউদ বিন আলম প্রতীকসহ মোট ১৩৮ জন পূর্ণাঙ্গ কমিটিতে মনোনীত হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী যোগ্য ও ত্যাগীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। আশা করি এ কমিটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগর ভিতকে আরও শক্তিশালী করবে।’
সানবিডি/ঢাকা/রাআ