হাল ধরলেন সাব্বির, ১৪৮ টার্গেট শ্রীলঙ্কার
আপডেট: ২০১৬-০২-২৮ ২১:২১:৩৬
এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সাব্বির তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৫৪ বল খেলে সাব্বির রহমান করেছেন ৮০ রান।
এছাড়া সাকিব আল হাসান ৩২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ২৩* রান করেছেন। আর শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থ চামিরা ৩টি, নুয়ান কুলাসেকারা ১টি ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১টি করে উইকেট নিয়েছেন।
এদিন ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান মোহাম্মদ মিথুন (০)। দ্বিতীয় ওভারে নুয়ান কুলাসেকারার বলে ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (০)। পঞ্চম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান মুশফিকুর রহিম (৪)।
এরপর সাব্বির রহমান ও সাকিব আল হাসান ৮২ রানের পার্টনারশীপ গড়েন। ইনিংসের ১৬তম ওভারে দুশমান্থ চামিরার বল তুলে মারতে গিয়ে শিহান জয়াসুরিয়ারর হাতে ধরা পড়েন সাব্বির রহমান।
ফেরার আগে ৫৪ বল খেলে ৮০ রান করেন তিনি। এই রান করতে দশটি চার ও তিনটি ছয় মারেন সাব্বির। টি-টোয়েন্টিতে সাব্বিরের এটি ক্যারিয়ার সেরা ইনিংস। টি-টোয়েন্টিতে তার এটি তৃতীয় হাফ সেঞ্চুরি।
সাব্বির ফিরে যাওয়ার পর ৩২ রান করে ফেরেন সাকিব আল হাসান। ১৮তম ওভারে চামিরার বলে চান্দিমালের হাতে ধরা পড়েন তিনি। শেষ ওভারে ম্যাথুজের হাতে ক্যাচ হন নুরুল হাসান সোহান (২)। আর শেষ বলে রান আউট হন মাশরাফি বিন মুর্তজা (২)।
আজ বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে, ইনজুরির কারণে শ্রীলঙ্কা দলে খেলছেন না অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার বদলে দলে নেয়া হয়েছে থিসারা পেরেরাকে। আর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজকে।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুফফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), চামারা কুাপুগেদারা, শিহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুশমান্থ চামিরা।
সানবিডি/ঢাকা/রাআ