পটুয়াখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশ: ২০১৬-০২-২৯ ১৮:৩৬:৫১
পটুয়াখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম মাওলা ওরফে মাওলা মৃধা (৩৫)নিহত হয়েছেন। সোমবার ভোরে শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ইনচার্জ এএসপি ফজলুর রহমান ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলা মৃধা পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
তিনি জানান, বাদঘাট এলাকায় গজারি বাগানে এক দল অস্ত্রধারী যুবক অবস্থান করছেন- এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে অস্ত্রধারী যুবকরা পালিয়ে যায়। সেখানে তল্লাশি চালিয়ে মাওলার লাশ উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি শটগান, গুলি ও ৬’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।