শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা ২০১৬
প্রকাশ: ২০১৬-০২-২৯ ২২:১৪:০৬
বছরের অন্যান্য দিন থেকে আজকের দিনটা একটু আলাদা, কেন আলাদা সেটা বুঝতে নিশ্চই কারো অসুবিধা হওয়ার কথা নয়। কেননা আজ ২৯শে ফেব্রুয়ারি, প্রতি চার বছর অন্তর আজকের দিন পাওয়া যায়। সেই হিসেবে বইপ্রেমিরা ভাগ্যবানই বটে।
সূর্য যতই দিগন্তের দিকে ঝুকে পড়ছে ততই যেন পরিপূর্ণতা লাভ করছে অমর একুশে গ্রন্থমেলার আজকের শেষদিন। শেষদিনের মতো মেলায় আসছেন বইপ্রেমিরা, কিনছেন তাদের পছন্দের বই, ঘুরে ঘুরে দেখছেন স্টলগুলো। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়। তরুণীরা কেউ কেউ এসেছে বসন্তের সাজে।
মেলা প্রাঙ্গণে দেখা মিললো নতুন এবং জনপ্রিয় লেখকদের। বইপ্রেমিরা কেউ কেউ তাদের প্রিয় লেখকের অটোগ্রাফ নিচ্ছেন আবার কেউ তুলছেন সেলফি। এমনই দুইজন পাঠককে দেখা গেল তাম্রলিপি প্রকাশনীর পাশে বসা গুলকেতিন খানের সাথে সেলফি তুলছেন। মেলায় ছোট বড় সকলের পদচারণায় ছিল মুখরিত।
বাংলা একাডেমির যুবজাগরণ স্টলের সামনে গিয়ে দেখা গেল লম্বা লাইন। কাছে গিয়ে জানা গেল লাইনটি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কেনার জন্য সাধারণ পাঠকদের ভীড়। কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের মিয়াজীর সাথে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য তরুণ সমাজের প্রত্যেকেরই বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়া উচিত। লাইনে দাড়িয়ে বই কেনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লাইনে দাড়াতে কোন কষ্ট হচ্ছেনা বরং বইয়ের প্রতি সবার আগ্রহ দেখে ভালোই লাগছে।
কথা হলো ঢাকা কলেজের সাবেক এক শিক্ষকের সাথে। তিনি বর্তমানে বরিশাল বিএম কলেজে কর্মরত আছেন। তিনি বলেন, আমি সূদুর বরিশাল থেকে ছুটে এসেছি প্রাণের বইমেলায়। শুধু তিনিই নন, দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বইপ্রেমিরা।
শেষদিন উপলক্ষে আজ মেলার পর্দা ওঠে দুপুর ১টায় এবং মেলার পর্দা নামে রাত ৮টায়। শেষদিনে আজ মেলায় নতুন বই এসেছে ১৪০টি। এই নিয়ে ২৯দিনে সর্বমোট নতুন বই প্রকাশিত হয়েছে তিন হাজার চারশত চুয়াল্লিশটি।
সানবিডি/ঢাকা/আহো