হিলিতে ভারত থেকে ৪০ ট্যাংক চিটাগুড় আমদানি
নিজস্ব প্রতিবেদক || প্রকাশ: ২০২২-০৬-২৩ ২১:০৪:১৯ || আপডেট: ২০২২-০৬-২৩ ২১:২০:০৬

দিনাজপুরের হিলি রেল স্টেশনে ভারত থেকে ৪০ ট্যাংক চিটাগুড় আমদানি করা হয়েছে। এসময় ১,৩৭৫ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশনে। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ৯,০৬,১২৫ টাকা।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
এ বিষয়ে তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। ৪০ টি ট্যাংকে ১,৩৭৫ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ৯ লাখ ৬ হাজার ১২৫ টাকা।
তিনি আরও বলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করেছেন।
সানবিডি/এনজে
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
শ্বশুরবাড়ি থেকে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
দেশ বাঁচাতে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি
-
‘বিএনপির পেট্রোল বোমা বাহিনীকে তাড়িয়ে দিতে হবে’
-
রেললাইনের পাশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
সাইড দিতে গিয়ে প্রাইভেট কার খালে, স্বামী-স্ত্রী নিহত
-
মজুরি বৃদ্ধির দাবিতে অনিদির্ষ্টকালের ধর্মঘটে চা-শ্রমিকরা