পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক || প্রকাশ: ২০২২-০৬-২৫ ১১:১৯:১১ || আপডেট: ২০২২-০৬-২৫ ১১:১৯:১১

দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রকার ভেদে ৩০ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে, আবারও আমদানি শুরু হলে দাম স্বাভাবিক হবে বলে জানান পেঁয়াজ ব্যবসায়ীরা।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২৮ টাকা কেজি। তা খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেছেন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। বর্তমান তা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। আর খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে।
শাওনা নামের এক ক্রেতা বলেন, গত পরশুদিন ৩০ টাকা করে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। আজ বাজার দেখি উল্টো, ৫০ টাকা কেজি দাম চাচ্ছে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, দুইদিন থেকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। ৪০ থেকে ৪৫ টাকা পাইকারি নিয়ে তা ৫০ টাকা কেজি খুচরা বিক্রি করছি।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দেশের পেঁয়াজ মোকামে পাইকার বেশি এবং চাহিদাও প্রচুর। যার কারণে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। আবার সামনে কোরবানির ঈদ, পেঁয়াজের চাহিদাও বাড়ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
শ্বশুরবাড়ি থেকে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
দেশ বাঁচাতে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি
-
‘বিএনপির পেট্রোল বোমা বাহিনীকে তাড়িয়ে দিতে হবে’
-
রেললাইনের পাশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
সাইড দিতে গিয়ে প্রাইভেট কার খালে, স্বামী-স্ত্রী নিহত
-
মজুরি বৃদ্ধির দাবিতে অনিদির্ষ্টকালের ধর্মঘটে চা-শ্রমিকরা