খালেদা জিয়া, দেখে যান পদ্মা সেতু হয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || প্রকাশ: ২০২২-০৬-২৫ ১৬:০৯:০৭ || আপডেট: ২০২২-০৬-২৫ ১৬:০৯:০৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া আসুন, দেখে যান পদ্মা সেতু হয়েছে।
শনিবার (২৫ জুন) দুপুরে শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। সেজন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। তার ডাকে মানুষ দেশ স্বাধীন করেছেন। মাত্র সাড়ে ৩ বছরের যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, দেশে এসে মানুষের ভাগ্যের পরিবর্তন করাই আমার লক্ষ্য ছিল। তারপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে মানুষের খাদ্য নিশ্চিত করেছি। প্রত্যেক ঘরে আলো দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছি।
সরকারপ্রধান বলেন, ২০০১ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। যদিও খালেদা জিয়া সেটি বন্ধ করেছিল। পরে ক্ষমতায় এসে আবার পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করি। খালেদা জিয়া বলেছিল, পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। আজকে খালেদা জিয়াকে বলতে চাই, আসুন দেখে যান, পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা।
এম জি
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
‘বেহেশতে আছি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
-
উত্তরায় গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের কেউই আর নেই
-
সিলেট থেকে সরাসরি বিমানের ফ্লাইট যাবে নিউইয়র্কে
-
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি ১৩ সালের: ফ্যাক্ট চেক
-
বাংলাদেশের মানুষ বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী
-
একাধিক প্রেমের কথা জেনে যাওয়ায় জান্নাতুলকে হত্যা : র্যাব