প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের দশ কোটি টাকা অনুদান
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২২-০৬-২৭ ২০:৫০:০৫ || আপডেট: ২০২২-০৬-২৭ ২০:৫০:০৫

বন্যার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ কোটি টাকা অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর নিকট হতে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে। ইতোপূর্বে করোনাভাইরাস এর প্রাদূর্ভাবকালেও ব্যাংকটি সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে অংশীদার হয়েছে।
এএ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
-
আসুসের নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন
-
ঈশ্বরদী ইপিজেডে ৫৭ লাখ ডলার বিনিয়োগ করবে লিনপারস কেমিক্যাল
-
সাকিবের মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড’র চুক্তি
-
সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও হলেন রফিকুল ইসলাম
-
‘৪র্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল আপস্কিলিং’ নিয়ে ইউসিবির কর্মশালা