ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০১ ১০:২৬:৫৩


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে’ নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে যানবাহনের টোল আদায় শুরু হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু মহাসড়কে টোল আদায়ে গত বুধবার অপারেটর কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের (কেইসি) সঙ্গে চুক্তি করে সওজ। এ মহাসড়কে দুটি টোল কালেকশন বুথ ধলেশ্বরী ও ভাঙ্গা প্রান্তে করা হয়েছে।

এদিকে, গতকাল সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এক্সপ্রেসওয়ের অন্তবর্তী টোলের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে—ট্রেইলারে এক হাজার ৬৯০ টাকা, বড় ট্রাকে এক হাজার ১০০, মাঝারি ট্রাকে ৫৫০, বড় বাসে ৪৯৫, মিনি ট্রাকে ৪১৫, মিনিবাসে ২৭৫, মাইক্রোবাসে ২২০, প্রাইভেটকারে ১৪০ এবং মোটরসাইকেলে ৩০ টাকা টোল দিতে হবে বলা থাকলেও এখন যানবাহনের আকার ভেদে সর্বাধিক এক হাজার ১৫ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা টোল আদায় করা হচ্ছে।

গত মঙ্গলবারের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নীতিমালা অনুযায়ী যথাসময়ে চূড়ান্ত টোল নির্ধারণ হবে।

অন্যদিকে, গতকাল হাইকোর্টকে সওজ জানায়—এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হওয়ায় ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না।

চুক্তিসই অনুষ্ঠানে ছয়টি এন্ট্রি ও এক্সিট পয়েন্টের দূরত্বের ভিত্তিতে টোলের হিসাব দেওয়া হয়।

এম জি