রাজধানীতে ভবন থেকে পড়ে প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০২ ১১:১৮:৪২


রাজধানীর পরীবাগ এলাকায় ভবন থেকে পড়ে আবদুর রাজ্জাক (৫৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, কীভাবে তিনি ভবন থেকে পড়ে যান তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পরীবাগে ডানকান কার্যালয়ের দোতলার বারান্দা থেকে তিনি পাশের একটি গাছের আম পাড়ার চেষ্টা করছিলেন। তখন অসাবধানতায় নিচে পড়ে যান। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

মৃতের সহকর্মী এমরান হোসেন জানান, সন্ধ্যায় ডানকান চত্বরে আমগাছের নিচে আবদুর রাজ্জাককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তখনই তাকে হাসপাতালে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি জামালপুর সদরে। ঢাকায় তিনি ডানকান কার্যালয়েই থাকতেন।

এনজে