ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০২ ১১:৩৪:৪৬
ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
এই প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতের এ ভূমিকম্পের পরে ওই এলাকায় আরও দু’টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। খবর রয়টার্সের।
এ বিষয়ে ইরানের পারস্য উপসাগর উপকূলীয় প্রদেশ হরমোজগানের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, ‘এ ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু হয়েছে আর এ পর্যন্ত ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলমান আছে, জরুরি আশ্রয়ের জন্য আমরা এখন তাঁবুর ব্যবস্থা করছি।’
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৩ মাত্রার এবং ৬ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়, এতে পারস্য উপসাগর উপকূলের গ্রাম সায়েহ ধ্বংসস্তূপে পরিণত হয়।
এনজে