সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৮:১৪:২৪
আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে এবার সড়কে পশুর হাট বসতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ জুলাই) বিকেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
এম জি