কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-০৩ ২১:২৭:১৯


কক্সবাজারে পূর্ব শত্রুতার জেরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৩ জুলাই) সন্ধ্যায় খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, রোববার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলন স্থলে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালান এর আগে হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্র নুরুল হুদার স্বজনরা। ত্রিভুজ প্রেমের জেরে নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিলেন নুরুলের স্বজনরা। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের কারণে তখন তারা ফয়সালকে আক্রমণে ব্যর্থ হন। পরে সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নিহত নুরুলের বাড়ির সামনে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রুতার জেরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি ছাত্রলীগের দায়িত্বশীল বলে জেনেছি। হত্যাকারীদের শনাক্ত করে আটকে মাঠে নেমেছে পুলিশ।

এম জি