মেঘনা ইকনোমিক জোনে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১০:০২:৩০


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৭টি ইউনিট এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

এনজে