টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-০৪ ১৫:১৪:৩৩


চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ২ সদস্যকে হাতেনাতে ধরেছে র‌্যাব। রোববার (৩ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানার রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহী মো. ইমরান। আটকের পর তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে আরএনবি।

র‌্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, রেলওয়ের টিকিট কেটে কালোবাজারে বিক্রি করছিল আরএনবির দুই সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের নয়টি টিকিট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম জি