ডায়মন্ড ওয়ার্ল্ডে ঈদ ক্যাশব্যাক অফার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১৭:৩২:১৭


এবার ঈদে কেনাকাটায় স্ক্র্যাচকার্ডের মাধ্যমে ডায়মন্ড, গোল্ড ও প্লাটিনামের সব জুয়েলারিতে নিশ্চিত ক্যাশব্যাক উপহার দিচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড। এছাড়াও প্রথম ১০ ক্রেতার জন্য থাকছে বিশেষ উপহার।

সব ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫ শতাংশ ছাড়সহ রয়েছে কিস্তি (ইএমআই) সুবিধা। সবচেয়ে বড় আকর্ষণ ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমেই প্রথম ১০ ক্রেতা পাবেন বিশেষ উপহার। ডায়মন্ড ওয়ার্ল্ডের সব শোরুম এ সুযোগ থাকবে ঈদের আগের রাত পর্যন্ত।

অন্যদিকে সব ডায়মন্ড জুয়েলারির অনলাইন অর্ডারে রয়েছে ২৫ শতাংশ ছাড়ের সঙ্গে আরও ৫ শতাংশ ছাড়, ফ্রি হোম ডেলিভারিসহ কিস্তি সুবিধা এবং স্পেশাল স্ক্রিমের জুয়েলারি। ঈদের আগের রাত পর্যন্ত অফারটি চলবে শুধু অনলাইনে।

আর শোরুমের মতো অনলাইনের প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার সঙ্গে ফ্রি হোম ডেলিভারি। বিস্তারিত জানা যাবে ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে এবং www.diamondworldltd.com লিংকে।

এএ