করাচিতে দুবাইগামী দিল্লির ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৫:৪৯:১৬


দিল্লি থেকে দুবাইয়ে যাওয়ার সময় নির্দেশক বাতির সমস্যার কারণে ভারতের একটি স্পাইসজেট বিমান করাচিতে অবতরণ করে। এয়ারলাইন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

তিনি আরও বলেন, বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। কোন জরুরি অবস্থার ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, স্পাইসজেট বি-৭৩৭ এয়ারক্রাষ্ট অপারেটিং ফ্লাইট এসজি-১১ (দিল্লি-দুবাই) নির্দেশক বাতির ত্রুটির কারণে করাচিতে অবতরণ করা হয়। এর আগে বিমানের কোন ত্রুটির খবর পাওয়া যায়নি। যাত্রীদের জলখাবার দেওয়া হয়েছে। অন্য আরেকটি বিমান করাচিতে পাঠানো হয়েছে। যা যাত্রীদের দুবাইয়ে নিয়ে যাবে।

এনজে