রাজধানীতে ৪৮ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৬:৫৪:৪০


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ১০ হাজার ৭৭৩ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৩২ গ্রাম হেরোইন, ১৩৪ বোতল ফেনসিডিল ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এম জি