দর পতনের শীর্ষে আল আরাফাহ ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৭:০০:৫৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৩ বারে ২ লাখ ৩৯ হাজার ৩৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬১ বারে ১ লাখ ২০ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯০ বারে ৫৪ হাজার ৫০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পেপার প্রসেসিংয়ের ১.৯৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১.৯৩ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১.৯২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১.৯০ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকের শেয়ার দর ১.৯০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস