সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৮:৪৩:২৩


প্রায় দুই মাস পর ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইনুল ইসলাম বলেন, প্রায় দুই মাস ধরে বিভিন্ন জটিলতায় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ চলতি বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। তবে সোমবার (৪ জুলাই) ৪০টি ট্রাকে ৯৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এ পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে। এ ছাড়া মসলাও আমদানি হচ্ছে। ফলে বাজারে মসলার দামও কমবে।

এম জি