রুশ হামলায় দোনেৎস্কে ৫ বেসামরিক নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-০৬ ১৪:৫৬:০৯
রাশিয়া-ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ান বাহিনীর হামলায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেন। খবর আলজাজিরার।
এ বিষয়ে তিনি বলেন, অ্যাভদিভকা শহরে দুজন, স্লোভিয়ানস্ক শহরে একজন, ক্রাসনোহরিভকা শহরে একজন এবং কুরাখোভ শহরে একজন নিহত হয়েছেন।
এটা স্পষ্ট নয় যে স্লোভিয়ানস্কে মৃত্যু হল সেই দুই ব্যক্তি ছাড়াও কিরিলেঙ্কো আগে বলেছিলেন, মঙ্গলবারের হামলায় শহরের একটি বাজার এবং আবাসিক এলাকায় নিহত হয়েছেন, বা সরকারি টোল পরিবর্তিত হয়েছে কি না।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সে হিসেবে চার মাসের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধে কিয়েভের অবস্থান দুর্বল হয়ে পড়ছে তা স্পষ্ট।
এনজে