অধ্যক্ষকে লাঞ্ছিত: গ্রেপ্তার নূর নবীর ৩ দিনের রিমান্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৫:১৭:১৫
নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া নূর নবীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ জুলাই) সদর আমলি আদালতে রিমান্ড শুনানী শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় দেন। তবে বুধবার (৬ জুলাই) থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহামুদুর রহমান বলেন, আজ বুধবার থেকে নূর নবীর বিরুদ্ধে রিমান্ড কার্যকরী হবে। অন্যদিকে রিমান্ডে আনা চার জন মির্জাপুর গ্রামের শাওন, মনিরুল, রিমন ও রুখালি গ্রামের রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ তাদের রিমান্ড শেষ হবে।
তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার দুপুরের আগে তাদের হাজতে পাঠানো হবে। তবে জিঞ্জাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেটা জানানো যাচ্ছে না।
এম জি