দর বৃদ্ধির শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৫:৪৫:০৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৩০ বারে ৩৬ লাখ ৮৪ হাজার ৪২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৪ বারে ১৭ লাখ ৬২ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিবরা ইনফিশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৩৪১ বারে ১৫ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো সিএনজির ৭.২৪ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.১২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৫৫ শতাংশ, এএফসি এগ্রোর ৪.৭০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৬০ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস