স্ত্রী ও ছেলে-মেয়ের লাশ নিয়ে ‘ঈদযাত্রা’ করলেন বাবা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৬:২৯:০৮
গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে মোটরসাইকেলে করে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নামুপাশ টিকরি গ্রামের উদ্দেশে রওনা দেন দিনাজপুরের বিরল উপজেলার তেগরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন।
আজ বুধবার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনে তেলবাহী ট্রাকের চাপায় তার স্ত্রী বিউটি বেগম (৩৫) এবং মেয়ে ফাহিমা আক্তার (১২) নিহত হন। আহত অবস্থায় তাকেসহ তিন বছরের শিশু সন্তান নাসিরুল্লাহকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুপুরের দিকে মারা গেছে সেই শিশু সন্তানটিও।
স্ত্রী ও ২ সন্তানকে দাফন করতে দুপুরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন আহত শিক্ষক মোহাম্মদ হোসাইন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান মা-মেয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটিও। তিনি জানান, ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এনজে