বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৭:০৮:১২
চট্টগ্রামের হাটহাজারিতে টাইলস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. দেলোয়ার হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হাটহাজারির মদুনাঘাট এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন হাটহাজারি উপজেলার মদুনাঘাট ওয়াপদা কলোনির হুমায়ুন কবিরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, টাইলস কাটা যন্ত্রের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন দেলোয়ার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম জি