জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৬ ১৭:৪৮:৫৯


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন অনার্স তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছেন। পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd অথবা www.nubd.info থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ:

এদিকে একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ ১০ হাজার ১১৭ জন।

এম জি