পোশাকখাতের সমস্যা সমাধানে এনবিআরকে বিজিএমইএ’র অনুরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৯:৫৪:২৫


পোশাক শিল্পের ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজতর করতে শুল্ক, বন্ড ও কর সংক্রান্ত সমস্যাসমূহ সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

বুধবার (৬ জুলাই) রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) সামস উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান বিজিএমইএ’র প্রতিনিধিদল।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পে সময় ও ব্যয় কমাতে ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজতর করতে হবে। এটি পোশাকখাতকে প্রতিযোগিতামূলক থাকতে ও প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সাহায্য করবে।

এসময় পোশাক কারখানাগুলোর শুল্ক, বন্ড ও কর সংক্রান্ত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান তিনি।

পোশাকখাতের সমস্যা সমাধানে বিজিএমইএ প্রতিনিধিদলকে সহযোগিতার আশ্বাস দেন এনবিআর সদস্য (কর নীতি), সামস উদ্দিন আহমেদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদও।

এএ