রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৭ ১৫:৫৩:৩০
রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাঈদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রূপগঞ্জ থেকে তার আত্মীয়র বাসায় আসার পথে টঙ্গী-আব্দুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর একটি হাসপাতালে নিলে সে মারা যান। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এনজে