এসআই’র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-০৭ ১৬:৫৮:২২
সুনামগঞ্জের পৌরশহরের বাসা থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে পৌর শহরের মরাটিলা এলাকা থেকে ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিক্তা বেগম (২৫) এসআই আমিরুল ইসলামের স্ত্রী। আমিরুল ইসলাম সুনামগঞ্জের দিরাই থানার কর্মরত রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। উনার স্বামী দিরাই থানায় এসআই পদে কর্মরত আছেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’
এম জি