প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পল্লী সঞ্চয় ব্যাংকের অনুদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৭ ১৮:৪২:১৪
দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সমূহে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও ব্যাংকের সিএসআর তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়ার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান।
এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত ছিলেন।
এএ