মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালানের কোচ-ইঞ্জিন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৮ ০৯:০৬:৪৫


মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালানে আসা কোচ ও ইঞ্জিন খালাস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক থেকে এসব মালামাল খালাস শেষ হয়।

পরবর্তীতে নদী পথে এসব কোচ-ইঞ্জিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে।

জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার সন্ধ্যায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ছয়টি কোচ, দুটি ইঞ্জিন ও ৪৮ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি ছিল বলে জানিয়েছেন বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান।

মো. ওয়াহিদুজ্জামান আরও জানান, জাহাজ থেকে পণ্য খালাস সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব পণ্য ঢাকার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে।

এএ