দেশে ৭ জনের প্রাণ ঝরে গেল করোনায়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৮ ১৮:৩৭:১১


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৯৫ জনে। একই সময়ে এক হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন করোনা রোগী শনাক্ত হলো।

আজ শুক্রবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

এনজে