হিলিতে কেজিতে ৪ টাকা কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৯ ১২:৫১:৩০
দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় পেঁয়াজের পাইকারি মূল্য কমেছে কেজিতে ২-৪ টাকা। দুদিন আগেও হিলি স্থলবন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নাসিক জাতের পেঁয়াজ আগের মতোই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার বন্দর দিয়ে ঈদের আগে শেষ দিনের মতো পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর ঈদের কারণে টানা আটদিন আমদানি বন্ধ থাকবে। ছুটি শেষে ১৬ জুলাই আবারো আমদানি শুরু হবে। ঈদের পর বন্দর দিয়ে বাড়তি পরিমাণে আমদানি শুরু হলে দেশে পেঁয়াজের দাম যেমন বাড়বে না, তেমনি স্থিতিশীল থাকবে বলেও জানায় বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দীর্ঘ দুই মাস বন্ধের পর ৫ জুলাই মঙ্গলবার আবারো হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিন বন্দর দিয়ে ১২টি ট্রাকে ২৯৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। বুধবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, দ্রুতপচনশীল পণ্য, তাই কাস্টমসের সব প্রক্রিয়া শেষে অতিদ্রুত আমদানিকারকরা যেন পেঁয়াজ খালাস করে নিতে পারেন, এজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
এনজে