দর পতনের শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১২ ১৬:৪৪:৩৮


পবিত্র ঈদুল আযহা পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৫ বারে ১ লাখ ৭৫ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৩ বারে ২৬ হাজার ১৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ৩৩ হাজার ৫০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯৮ শতাংশ, দুলামিয়া কটনের ১.৯৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৭ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস