সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৭-১৩ ১১:১১:১৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায়  কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, দর কমেছে ১৬২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস