ভোলার লালমোহনে যুবলীগ নেতাদের উপর পৃথক দুই সন্ত্রাসী হামলায় আহত দুই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৩ ১২:৩১:১৩


ভোলার লালমোহন উপজেলার লালমোহন উত্তর বাজারে রাজনৈতিক প্রতিহিংসায় বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে লালমোহন যুবলীগ নেতা পৌর ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলাম টিটনের উপর রড , লোহার পাইপ , দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুন পিতা অলি আড়ৎদার , বশার পিতা মালেক , আমিনুল পিতা নুরুজ্জামান, জিয়াউল হক পিতা মজিবুল হক মাষ্টার ; প্রথমে ফাঁকা গুলি ছুড়ে রড, হকিস্টিক ও বিশেষ কায়দায় তৈরি পাইপ নিয়ে হামলা করে ।

হামলায় যুবলীগ নেতা টিটন হাত ও পায়ে গুরুতর জখম হয় । প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে ।  গুরুতর আহত যুবলীগ নেতা টিটন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন

অপর দিকে রাজনৈতিক প্রতিহিংসায় একই সন্ত্রাসী গ্রুপ একই কায়দায় লালমোহনের ত্যাগী আওয়ামী লীগ নেতা ও উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌর ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সোলেমান হাওলাদারের ছেলে মিজান হাওলাদারের উপর একই কায়দায় হামলা করে গুরুতর আহত করে ও তার মাংসের দোকান থেকে ঈদুল আযহা উপলক্ষে বিক্রির ২লাখ করে লুট করে নিয়ে যায় এবং গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে রেখে যায়।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দ্রুত বরিশাল অথবা ভোলায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন । বর্তমানে মিজান হাওলাদার ভোলায় চিকিৎসাধীন ও কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

সানবিডি/এসকেএস