ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৩ ১৩:২৮:৪৫
টুইটার অধিগ্রহণের চুক্তি থেকে সরে যাওয়ায় টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে মামলাটি করে টুইটার।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাস্ক মনে করেন ডেলাওয়্যার চুক্তি আইনের ক্ষেত্রে তিনি অন্য সব পক্ষের মতো নন এবং কোম্পানির ক্ষতি করে, কার্যক্রম ব্যাহত করে ও শেয়ারহোল্ডারদের মূল্য বিনাশ করে সিদ্ধান্ত পরিবর্তন করে দূরের সরে যাওয়ার ব্যাপারে তিনি স্বাধীন।
গত এপ্রিলে টুইটার কেনার চুক্তি করেছিলেন ইলন মাস্ক। কিন্তু এখন তা বাতিল করায় ব্রেকআপ ফিসহ অন্যান্য ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার চেয়ে আদালতে যাবেন মাস্ক।
টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরও বলেছিলেন, ইলন মাস্কের চুক্তি কার্যকর করার জন্য টুইটারের বোর্ড আইনি পদক্ষেপ নেবে।
গত মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসবেন বলে একটি চিঠিতে টুইটার কর্তৃপক্ষকে হুমকি দেন ইলন মাস্ক। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কে যে তথ্য তিনি জানতে চান, টুইটার তা তাকে দেয়নি।
এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছিলেন ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি পুরো টুইটার কিনে নেবেন। মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনে নিতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন।
এম জি