করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০২৭

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৩ ১৮:১২:৫০


গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭ জন।

এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।

বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪৪৮টি নমুনা। এরমধ্যে পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৯ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকায় চারজন ও রংপুরে একজন রয়েছেন। এরমধ্যে চারজন পুরুষ, একজন নারী।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

এম জি