সাত কলেজে ভর্তির আবেদন শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৪ ২১:০৭:৪৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামীকাল শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হবে। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

এবারও বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd/) পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, গত ২৬ জুন ঢাবির সঙ্গে সাত কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় ভর্তি সর্ম্পকিত এক সভা। সেই সভায় এই সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এবারে সরকারি সাতটি কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এম জি