এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত ৫
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৫ ১০:৩৫:০৯
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চাকা বিস্ফোরণ হয়ে উল্টে গেছে একটি মাইক্রোবাস। এ সময় আহত হয়েছে গাড়িতে থাকা পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জিয়াউর রহমান (৩০), ওমর পলাশ (৩২), মিঠু (৩২), শিহাব (২৮), তুহিন (২৯)।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯ যাত্রী নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে গাড়িটির পেছনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একযাত্রীর হাতে কিছু অংশ কেটে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এম জি