৭ কলেজে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৫ ১৫:৫৪:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট শুরু হবে।
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুক্রবার (১৫ জুলাই) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। শুক্রবার (১৫ জুলাই) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
এএ