এনসিসি ব্যাংকের শরী’আহ্ সুপারভাইজরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৫ ১৬:১৬:১৯
এনসিসি ব্যাংক লিঃ এর শরী’আহ্ সুপারভাইজরী কমিটির ১ম সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। এসময় শরী‘আহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ।
ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এসময় শরী‘আহ্ কমিটির ভাইস-চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, অন্যান্য সদস্যবৃন্দ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম ও এম আশেক রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এবং এসভিপি ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ইসলামী ব্যাংকিং চালুর কার্যক্রম শুরু করেছে এবং সভায় এই কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এএ