বগি লাইনচ্যুত, জয়পুরহাটে রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-১৬ ১০:০৫:৩০
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি জয়পুরহাটে লাইনচ্যুত হয়েছে। এতে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর আউট সিগন্যালের আগে এ ঘটনা ঘটে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর পৌঁনে ৫টার দিকে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। প্রায় ৫টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের আউট সিগন্যালের আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।’
খাদিজা খাতুন আরও বলেন, ইতোমধ্যে খুলনা থেকে উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে, জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে দ্রুত চালু হবে।
এম জি