সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৬ ১১:০৪:১৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১১২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা তিতাস গ্যাসের ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ৯৩ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৩৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার, গোল্ডেন সনের ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকার, জেএমআই হসপিটালের ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২৭ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস