প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৭ ১২:১৮:৫০


শারজাহ থেকে হায়দরাবাদের উদ্দেশে উড়ে আসা একটি ইন্ডিগো বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। করাচিতে জরুরি ভিত্তিতে নামা বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন।

রোববার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে। ইন্ডিগো এয়ারলাইনসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এয়ারলাইনসটি জানায়, যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হবে।

এয়ারলাইনসটির বিবৃতিতে বলা হয়, ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪০৬ শারজাহ থেকে হায়দরাবাদে আসার পথে করাচিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। পাইলট বিমানটিতে কারিগরি ত্রুটি লক্ষ্য করেন। যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ইঞ্জিন-২ বা বিমানের ডান ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পরে ইন্ডিগো এয়ারবাসটির সতর্কতামূলক জরুরি অবতরণ করে।

এম জি