হজে গিয়ে আরও ১ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৭ ১২:৫১:০৫
হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও একজন হাজি মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে সর্বমোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৬ জন। মক্কায় ১৭, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
রোববার (১৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র অনুযায়ী, শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- EE0064888।
এদিকে, আইটি হেল্পডেস্ক আরও জানিয়েছে, ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গত তিনদিনে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করে দুটি ফ্লাইট।
বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে জুলাই পর্যন্ত ব্যবস্থাপনা সদস্যসহ ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
এম জি