ডোবা থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৭ ১৪:৪১:০০
লক্ষ্মীপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে দশ বছর বয়সী বোন সামিয়া এবং তার সাত বছর বয়সী ভাই তাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাই-বোনের মৃত্যুকে হত্যা বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে নিহতদের পরিবার।
শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে তাদের (ভাই-বোনের) মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার চররমনিমোহন ইউনিয়নের চর মেঘা এলাকার নব্যার চরে পরিবার নিয়ে বাস করেন কৃষক সুজন ডালি। সম্প্রতি তার প্রতিবেশি প্রভাবশালী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে মামলা চলমান রয়েছে।
শনিবার বিকালে ৩ সন্তান নিয়ে নৌকাযোগে বাড়ির পাশের একটি দোকানে সদাই করতে যান সুজন ডালি। এরপর বড় সন্তানকে তার সঙ্গে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া ও তাজমুলকে নৌকায় উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেন। এসময় নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ চর এলাকা। কিছুক্ষণ পর তাদের খোঁজ নিতে গিয়ে একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তাদের লাশ মেলে। এসময় নিহতদের শরীরে বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণের দৃশ্য চোখে পড়ে সবার। ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
নিহত দুই শিশুর বাবা সুজন গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বিলকিছ গংরা আমার সন্তানদের হত্যা করেছে। এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ভাই ও বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম জি