খেলা দেখে চিন্তায় ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রী : পাপন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-১৭ ১৯:৪৫:৩৬


তিন ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল। সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় ও শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও টেলিভিশনের সামনে বসে খেলাটি শেষ পর্যন্ত দেখেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় বাংলাদেশের উইকেট পতনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ক্রীড়াপ্রেমী এই মানুষটি।

হোয়াইটওয়াশের লক্ষ্য শেষ ম্যাচেও টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক তামিম। তাইজুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৭৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ বিপাকে পড়ে বাংলাদেশ দলও।

বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক তামিম ইকবালের উইকেট যাওয়ার পর চিন্তায় পড়েন প্রধানমন্ত্রী। তখনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন তিনি। রোববার (১৭ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান পাপন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাই জিতব। আপনি চিন্তা করবেন না।’

উইনিং শটের পরও পুনরায় প্রধানমন্ত্রী তাকে ফোন করেন উল্লেখ করে পাপন বলেন, ‌‘উইনিং শটের পরপরই আবারও ফোন করেন তিনি (প্রধানমন্ত্রী)। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’

টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল নিজেদের প্রিয় ফরমেট ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় দারুণ ভাবে। রেকর্ড গড়ে সিরিজ জয়ের পাশাপাশি তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে ক্যারিবীয়দের।

এএ