ভারতের বিপক্ষে দলে ফিরলেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৮ ১৫:৩৯:০৫


অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে ফিরিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল হোল্ডারকে। দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেছেন, আমরা সবাই জানি, বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার জেসন। দলে তাকে পেয়ে আমরা খুশি। সে ফুরফুরে থাকবে এবং মাঠে নামতে প্রস্তুত। মাঠে তার চমৎকারিত্ব দেখার প্রত্যাশা করছি আমরা এবং প্রত্যাশা থাকবে মাঠের বাইরেও দারুণ অবদান রাখবে সে।

বাংলাদেশ সিরিজ শেষে আরও পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ওয়ানডেতে উইকেটশূন্য থাকায় বাদ পড়েছেন ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ ও বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ফিলিপ সিরিজের একটি ম্যাচ খেলেন, তিনটিই খেলেন শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, কিসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস।

এম জি