এক পরিবারের ৩ জনকে চাপা দেওয়া ট্রাক চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৯ ১০:২১:০৬


ময়মনসিংহে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা-মাসহ এক সন্তানের নির্মম মৃত্যু ও অলৌকিকভাবে শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম রাজু আহমেদ শিপন। সোমবার রাতে র‌্যাব-১৪-এর অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

রোকনুজ্জামান জানান, ত্রিশালে মহাসড়কে স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে চাপা দেওয়া ট্রাকের চালক রাজু আহমেদ শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। আলট্রাসনোগ্রাম করানোর জন্য ত্রিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন তারা। সেখান রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। তবে, ওই সময় অলৌকিকভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। নবজাতকটিকে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেওয়ার পরই জানা যায় জীবিত আছে নবজাতক কন্যাশিশুটি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি) হাসপাতালে। সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর শিশু বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান তাঁকে চিকিৎসা দেন।

এম জি